মেকআপের প্রতি নিজের অধিক আকর্ষণ, শখ এবং ভালোলাগা থেকেই তৈরি হয় এক ধরনের প্যাশন। আর সে থেকেই প্যাশনকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন তিনি।
বর্তমান সময়ের আলোচিত বিউটি এক্সপার্ট ও তরুণ উদ্যোক্তা আলিফনূর আলিফ। তবে এ অঙ্গনে ‘আলিফ’ নামে তিনি বেশ পরিচিত।
ছোটবেলা থেকেই মেকআপের প্রতি তার অন্যরকম টান, ভালোলাগা কাজ করত। খুব যতেœর সাথে সাজগুজ করে নিজেকে সুন্দর ও পরিপাটি করে রাখতে পছন্দ করতেন তিনি।
তার স্বপ্নÑএকজন দেশসেরা মেকাপ আর্টিস্ট হিসেবে নিজেকে তৈরি করা। সেই উদ্যম নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন।
আর এই হাঁটি হাঁটি পা পা করে এগিয়েই এক এক করে তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন।
স¤প্রতি তিনি তার নিজের প্রতিষ্ঠান ঢাকার আফতাবনগর রেসিডেন্সিয়াল এরিয়াতে আলিফ মেকআপ স্টুডিও ‘অষরভ'ং গধশব-ঁঢ় ঝঃঁফরড়’ নামে একটি বিউটি পারলার উদ্বোধন করেছেন।
বর্তমানে তিনি তার বিউটি পারলার আলিফ মেকআপ স্টুডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি একজন অর্গনাইজার হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল শুট/ইভেন্ট বা প্রজেক্টের কাজও করেন।
তার পরবর্তী পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেকআপের জগতে এত ভালো ভালো মেকআপ আর্টিস্টের মধ্যে নিজেকে টিকিয়ে রাখা এখন অনেক বড় কম্পিটেশন। তাই প্রতিনিয়ত আমি নিজের মেকআপ স্কিল আপডেট করে যাচ্ছি। বেশি বেশি ব্রাইডাল শুটের কাজ করছি। এবং বিভিন্ন ব্রাইডাল কম্পিটিশনে নিজেকে জড়িত রাখছি। সেইসঙ্গে আমার স্টুডিওতে ব্রাইডাল শুটের ব্যবস্থা রেখেছি।’
নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘মেকআপকে প্রফেশন হিসেবে নিতে চাইলে প্রথমে নিজের মধ্যে লুক্কায়িত প্যাশনকে খুঁজে বের করতে হবে। যদি দেখেন, আপনার সাজগোছ কিংবা মেকআপ নিয়ে কাজ করতে অনেক ভালো লাগছে, তবেই আপনি এই প্রফেশনে আসুন। কেননা এই সেক্টরে ভালোলাগা যদি না থাকে, তাহলে মেকআপকে প্রফেশন হিসেবে ধরে রাখা খুবই কঠিন হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে একটা বিষয়, সেটা হলো পরিশ্রম। পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করলে যে কোনো প্রফেশনে সফলতা আসবেই। আর প্রফেসশনটা যদি প্যাশন হয়, সেক্ষেত্রে সাফল্য দ্রæত ধরা দেয়।’
নতুন উদ্যোক্তাদের জন্য টিপস হিসেবে তিনি বলেন, ‘এক্ষেত্রেÑ
১. বেশি বেশি কাজের প্র্যাক্টিস/হোমওয়ার্ক করুন।
২. মেকআপ ট্রেন্ড সম্পর্কে সজাগ থাকুন। কেননা ট্রেন্ড অনুসরণ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
৩. নিজেকে বেশি বেশি প্রচার করুন। এতে করে আপনার নিজের ব্র্যান্ডিং হবে এবং কাজের অফার বাড়বে।
৪. সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন। এতে করে রিপিট কাস্টমার বাড়বে।
৫. নিজের একটি মেকআপ পোর্টফলিও তৈরি করুন। এতে আপনার কাজের নানা বিষয় অন্তর্ভুক্ত করুন যেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তালিকায় প্রথমদিকে আপনার নাম ওঠে আসে।
নিজস্ব প্রতিবেদক


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...