বলিউডে এ প্রজন্মের সেনসেশন কিয়ারা আদভানি। এই সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীও। পরপর বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয়ের পর তার রূপের আবেদন ও অভিনয়ে মাতোয়ারা দর্শক। তাই অভিনেত্রীর পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এখন আরও বেশি চর্চা হয়। কিয়ারার প্রতিটি পদক্ষেপে থাকে এক অন্য স্বাদের গল্প বলার তাগিদ। নিজের অভিনীত প্রতিটি সিনেমায় তিনি নিজেকে ভেঙে গড়েছেন। ‘শের শাহ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিও’র মতো সিনেমায় সাফল্য পাওয়া কিয়ারা আদভানি অকপটে বলেন, ‘যখন সিনেমায় সাইন করি, তখন ভাবি না যে তা এত হিট হবে।’ কিয়ারা বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেছেন। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তাকে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, ‘এ তুলনা তাকে অনুপ্রেরণা দেয়। আলিয়া ও দীপিকা দারুণ অভিনয় করেন, তাই তাদের সঙ্গে আমার যখন কেউ তুলনা করেন, আমার জন্য তা প্রেরণাদায়ক। তারা দারুণ অভিনেত্রী। আমি মনে করি, আমি হয়তো কিছু কাজ ঠিক করেছি। আমি নিজেও তাদের কাজ পছন্দ করি, আর সে কারণে এই তুলনা আমাকে আরও অনুপ্রেরণা দেয়।’ এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন কিয়ারা। তার হাতে আরও যেসব কাজ রয়েছে, তার মধ্যে রয়েছে দক্ষিণের সুপারস্টার রামচরণ অভিনীত ‘আরসি ১৫’। এছাড়া তার হাতে রয়েছে ‘গোবিন্দ নাম মেরা’। এতে তিনি ভিকি কৌশল এবং ভ‚মি পেডনেকারের সঙ্গে অভিনয় করছেন। স¤প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের মুখোমুখি হন কিয়ারা আদভানি। ওই সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি ছোটবেলা থেকে নায়িকাই হতে চেয়েছেন। সেভাবেই নিজেকে গড়ে তুলেছেন। এজন্য কড়া ডায়েট মেনে চলেন।
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করার বিষয়টি সরাসরি স্বীকার না করলেও তাদের প্রেমের উপাখ্যান সবারই জানা। শোনা যায়, শিগগির তারা বিয়েও করবেন। সেটা এ বছরই হবে কি-না, তা নিশ্চিত নয়। ‘বিয়ে করছেন কবে’Ñ গত দুই বছরে এ প্রশ্নটি বহুবার শুনতে হয়েছে কিয়ারা আদভানিকে। শুরুতে প্রশ্ন এড়িয়ে গেলেও এখন আর উত্তর দিতে দ্বিধা করেন না। কারণ এতদিনে এই কিয়ারা বুঝে গেছেন, বিয়ের পিঁড়িতে না বসা পর্যন্ত এমন প্রশ্নের মুখোমুখি হতেই হবে। এদিকে বিয়ে নিয়ে প্রশ্ন করার বিষয়টি আরও বেড়েছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগার পর। বিয়ে করছেন কবে? এর উত্তর দিতে গিয়ে রীতিমতো রসিকতায় মেতে ওঠেন কিয়ারা। বলেন, ‘যা কিছুই করি, এই জীবনে অন্তত একবার বিয়ে করবই। নইলে রেহাই পাব না।’ তবে কিয়ারা জানালেন, ২০২২ সাল শেষ হওয়ার আগেই তিনি একটি ইচ্ছা পূরণ করতে চান। সেটা হলো খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালির একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া। যদিও সেই ইচ্ছে সহসা পূরণ হবে কি-না, তা কেবল বানসালিই জানেন।
ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছেন কিয়ারা আদভানি। প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে শেরশাহ’র পর এবার কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া-২’, বরুন ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’ পরপর তিন ছবি সুপার-ডুপার হিট। এখনই কিয়ারা প্রায় ২৩ কোটি টাকা সম্পত্তির মালিক। ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘ফুগলি’ তার প্রথম ফিচারফিল্ম। পরবর্তীকালে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবীর সিং’, ‘লাস্ট স্টোরিজ’ ছবিতে তার অভিনয় প্রশংসা পেলেও ‘লাস্ট স্টোরিজ’-এ মাত্রাতিরিক্ত যৌনতা থাকায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এই ছবিতে যথেষ্ট সাহসী চরিত্রে অভিনয় করেন কিয়ারা। তারপর ‘শেরশাহ’-তে সিদ্ধার্থের সঙ্গে আলোচনার তুঙ্গে ছিলেন তিনি। এই ছবির মাধ্যমেই সমালোচনার যোগ্য জবাব দিয়েছেন বলেও তার অনুরাগীরা মনে করেন। এখন পর্যন্ত কিয়ারা আদভানি ফিল্ম প্রতি ২-৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। ‘কবীর সিং’ ছবির জন্য তিনি নিয়েছেন তিন কোটি টাকা। ‘শের শাহ’, ‘ভুল ভুলাইয়া-২’, ‘যুগ যুগ জিও’ হিট হওয়ায় কিয়ারার পারিশ্রমিক বেড়ে ৫-৬ কোটি টাকা হয়েছে। ব্র্যান্জ এন্ডোর্সমেন্টের জন্য কিয়ারা নেন ১ কোটি টাকা। এখন তিনি প্রায় ৫টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। যার অর্থ বছরে কোটি টাকা আয় নিশ্চিত।
মহাল²ী প্ল্যানেটের গোডরেজ স্কাইস্ক্র্যাপারে তার বাড়ির দাম প্রায় ১৫ কোটি টাকা। গাড়ি পছন্দ করেন কিয়ারা আদভানি। এই ছোট্ট ক্যারিয়ারে কিয়ারার সংগ্রহে রয়েছে বিএমডবিøউ এক্স ফাইভ, যার দাম ৮০ লাখ; বিএমডবিøউ ফাইভ থ্রি ওডি, যার দাম ৭৫ লাখের বেশি। আর রয়েছে ৬০ লাখ টাকার একটি মার্সিডিজ বেঞ্জ। বিলাসবহুল ব্র্যান্ডের প্রতি যথেষ্ট আকর্ষণ রয়েছে কিয়ারার। তিনি দামি পোশাক পরতে ভালোবাসেন। তার সংগ্রহে
রয়েছে প্রাদা হিল, বারবেরি জ্যাকেট, চ্যানেল ব্যাগগুলির মতো উচ্চমানের ফ্যাশনের জামাকাপড় আর অ্যাক্সেসরিজ। বর্তমানে অভিনেত্রী বুঝে-শুনে হিসাব কষে নির্বাচন করছেন সিনেমার গল্প ও চরিত্র। ক্যারিয়ারের এত দিনে এসে যেন খুঁজে পেয়েছেন নিজের গতিপথ। জানতে পেরেছেন আপন ভুবন। অভিনেত্রী বলেন, ‘এখন আমি নিজেকে অনেকটাই বুঝি। ২১ বছর বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি কে, কী চাই, কী বলতে চাই বুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাইÑসেটা জানতাম না। এতদিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি আমি।’ এ ছাড়াও কিয়ারা জানান, তিনি এমন সিনেমায় কাজ করতে চান, যা মানুষকে ভালো বার্তা দেবে। একই সঙ্গে বড়সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। বর্তমানে অভিনেত্রীর লক্ষ্য একটাইÑ তার সিনেমা দেখতে যেন দর্শক পরিবার নিয়ে হলে যেতে পারেন। সাফল্যের মসৃণ পথে হাঁটলেও কিয়ারা ভুলে যাননি তার অতীত, সংগ্রামের অধ্যায়। প্রথম সিনেমা ‘ফাগলি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন তিনি। তখন একটাই ভাবনা ছিলÑ আরেকটি সুযোগ পাবেন কি না! সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন অক্ষয় কুমার।
রেজাউল করিম খোকন


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...