হালে সুপারহিট ছবি এক ভিলেনের সিকুয়্যাল ‘এক ভিলেন রিটার্নস’ মুক্তি পেয়েছে। রহস্য, রোমাঞ্চ, অ্যাকশনে ভরপর এ ছবিতে দিশা পাটানিকে এক ধূসর চরিত্রে মানে খলনায়িকার ভ‚মিকায় দেখা গেছে। মধ্যবিত্ত মেয়ের চরিত্র হলেও সৌন্দর্যই যার আসল হাতিয়ার। এককথায় সে মোটেও ভালো মেয়ে নয়। এ ছবিতে দিশাকে অ্যাকশন করতেও দেখা গেছে। এ প্রসঙ্গে দিশা বলেন, ‘অ্যাকশন-থ্রিলার আমার অত্যন্ত প্রিয় ঘরানা। তাই এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আপ্লুত।’ ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে দিশা পাটানিকে দেখা গেছে জন আব্রাহামের সঙ্গে জুটি বাঁধতে। দিশার জন্য অবশ্য এটা নতুন অভিজ্ঞতা নয়। আগে সালমান খানের সঙ্গে ‘রাধে : মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে রোমান্স করেছেন। এবার পর্দায় নায়ক-নায়িকার এই বয়সের ব্যবধান নিয়ে মুখ খুলেছেন দিশা। নিজে সালমান, জনের মতো সিনিয়র অভিনেতার বিপরীতে কাজ করেছেন। বয়সে অনেক বড় নায়কদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে বলেন, ‘এ নিয়ে আমার কিছু যায়-আসে না। ছবির চরিত্রের ওপর সবকিছু নির্ভর করছে। পর্দায় মানানসই হওয়া নিয়েই কথা। আমি মনে করি, নায়কেরা যদি অনেক কম বয়সী নায়কদের সঙ্গে কাজ করতে পারেন, তাহলে নায়িকাদের ক্ষেত্রেও তা-ই হওয়া উচিত। নায়িকারাও তাদের চেয়ে বয়সে ছোট নায়কদের সঙ্গে জুটি বাঁধতেই পারেন। তবে তা নির্ভর করছে দর্শকের ওপর। দর্শক যদি এটাকে খোলা মনে স্বাগত জানাতে প্রস্তুত থাকেন, তাহলে আমরা শিগগিরই বলিউড ছবিতে পরিবর্তন দেখতে পাব। কারণ, দর্শকই আমাদের সব।’ দিশা বলিউডে পা রেখেছিলেন ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে। তার সেক্সি ফিগারে ফিদা প্রচুর মানুষ। ‘ধোনি’ থেকে ‘এক ভিলেন রিটার্নস’ পর্যন্ত তার অভিনয় ক্যারিয়ার নিয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘কেন জানি না, আজও যেকোনো ছবি করার সময় মনে হয়, সেটাই আমার প্রথম ছবি। প্রতিটি ছবির চরিত্র অনুযায়ী যে বদলের প্রয়োজন, তার ওপর মন দিই। ক্যারিয়ারে কী করলাম, তা নিয়ে মাথা ঘামাই না।’ চলতি বছর দিশার আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দিশার ছবি ‘এক ভিলেন রিটার্নস’। এছাড়াও তার হাতে আছে ‘প্রোজেক্ট কে’, ‘যোধা’, ‘কেটিনা’। অ্যাকশন-থ্রিলার ছবি ‘যোধা’য় আরও আছেন সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণি অভিনেত্রী রাশি খান্না। ছবিতে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন দিশা। নিজের স্টান্ট নিজেই করেছেন। এছাড়া বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট কে’-তেও আছেন দিশা। এ ছবিতে আরও আছেন অমিতাভ বচ্চন, প্রভাস ও দীপিকা পাড়ুকোন। ছবিটি ২০২৩ সালে মুক্তি পাবে। ২০১৭ সালে হয়েছিল দিশা ও টাইগার সম্পর্কের সূত্রপাত। ২০১৮ সালে ‘বাঘী-২’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। পরে একটি মিউজিক ভিডিওতেও দেখা যায় এই জুটিকে। দীর্ঘদিন ধরেই এই জুটি একে অপরের সাথে ডেট করছিলেন। জানা গেছে, দিশা পাটানির সাথে শেষমেষ সম্পর্ক ছিন্ন হয়েছে টাইগারের। গোটা ইন্টারনেট দুনিয়াতে এই দুই তারকা জুটির বিচ্ছেদের গল্প এখন ট্রেন্ডিং। টাইগার দিশাকে বিয়ের প্রতিশ্রæতি দিলেও শেষমেষ দুজনের সম্পর্ক শেষ হয়ে গেছে। দিশা পাটানির সাথে বিচ্ছেদের পরপরই টাইগার শ্রফ নতুন প্রেমে পড়েছেন। দিশার ক্যারিয়ারের শুরু হিন্দি ছবির মাধ্যমে নয়, বরং দক্ষিণী সিনেমা জগতের মাধ্যমে বড়পর্দায় তার যাত্রা শুরু। ‘লোফার’ নামের একটি তেলুগু ছবিতে প্রথম অভিনয় করেন দিশা। ২০১৫ সালে এই ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে সফল হয়নি। তবে, বলিউডে তার প্রথম ছবি ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করেই তিনি সাফল্যের শিখরে পৌঁছেন। শুধু বড় পর্দাতেই নয়, দেশি-বিদেশি বিভিন্ন নামি ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের মুখও তিনি। প্রতি মাসে ছয়টি বিজ্ঞাপনে কাজ করেন অভিনেত্রী। প্রতি বিজ্ঞাপনে তিনি দেড় কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন। সামাজিক কর্তব্য পালনের ক্ষেত্রে তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শিশুকল্যাণ বিষয়ক সামাজিক কাজেও দিশা তার পারিশ্রমিকের একাংশ দান করেন।
রেজাউল করিম খোকন


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...