কর্মসংস্থান খুঁজতে মানুষ মধ্যপ্রাচ্যে যেতে দালাল চক্রের দারস্থ হয়, কিন্তু তাদেরকে লোভ দেখিয়ে পাচার করে আফগানিস্তানে পাঠানো হলে দেখা যায় বাংলাদেশের অনেক মানুষকেই সেখানে জিম্মি রাখা হয়েছে। তারপর তাদের দিয়ে নানাভাবে ড্রাগ পাচারের কাজে লিপ্ত করানো হয় অন্যায়ভাবে। মূলত তাদের রক্ষা করার জন্যই প্রশাসনের একজন যোগ্য অফিসারকে (এ জে) বাংলাদেশের পুলিশ অধিদপ্তর থেকে তুরস্কে পাঠানো হয়। মারদাঙ্গা এই অফিসার এক ভয়ংকর অপরাধী আবু খালিদকে ধরতে দুর্গম সব যাত্রাপাড়ি তুরস্ক থেকে ইরান তারপর আফগানিস্তান যান। তারপর কিভাবে এ জে তাদের রক্ষা করে সেটা নিয়েই গল্প।
দিন দ্য ডে মুভিতে অভিনয় করেছেন বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল। চলচ্চিত্রটি ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও অনন্ত জলিল যৌথভাবে প্রযোজনা করেছে। নায়িকা হিসেবে রয়েছেন বর্ষা।
মুভিতে দেশকে নানাভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি পুলিশের বিশেষ বাহিনী সোয়াদ’র কর্মযজ্ঞকেই বেশি হাইলাইটস করার চেষ্টা করা হয়েছে। তাছাড়া পরিচালক বাংলাদেশ ব্যতীত ইরান, আফগানিস্তান, হেরাত, মরক্কো, তুরস্ক প্রভৃতি দেশের সংস্কৃতিকে এ সিনেমায় তুলে ধরেছেন।
ক্যামেরার কাজও বেশ ভালো হয়েছে। টেকনোলজিতে নিশ্চিতভাবে কোনো কার্পণ্য করেনি সিনেমা কর্তৃপক্ষ।
তাছাড়া পুরো সিনেমার সঙ্গে পরিচালকসহ অভিজ্ঞ একটি ইরানি টিম জড়িত ছিল।
সিনেমার গানগুলোর চিত্রায়ন দৃষ্টিনন্দন। ‘ভেজা চোখে’ গানটি লিখেছেন তারেক আনন্দ এবং গানটির সুরকার ও শিল্পী ইমরান মাহমুদুল। আর শুভাশিষ ঘোষের লেখা ‘তোকে রাখবো খুব আদরে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল এবং গেয়েছেন ইমরান ও আতিয়া আনিসা। ইরানি সংগীত পরিচালকের গানটিও শ্রæতিমধুর।
সিনেমার শুটিং হয়েছে মূলত দেশের বাইরে। ইরান, আফগানিস্তান বা তুরস্কের দৃষ্টিনন্দন জায়গা দেখা যাবে পাখির চোখে। প্রত্যেকটি দৃশ্যই আপনার দেখতে ভালো লাগবে।
অনন্ত জলিল অ্যাকশন দৃশ্যের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। এছাড়া সিনেমায় যেসব বিদেশি অভিনয় শিল্পীরা ছিলেন তাদের অভিনয়ও মনোমুগ্ধকর ছিল।
বিগ বাজেট, দেশপ্রেম, বিদেশি সংস্কৃতির সন্নিবেশসহ, আলোক সজ্জা, রূপসজ্জাসহ নানা কারণেই ছবিটি নতুন আলোচনার দাবি রাখে। যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের কাছে ছবিটি ভালো লাগতে পারে।
বাংলাদেশের জন্য অনন্ত জলিলের
‘দিন : দ্য ডে’ মুভিটি নিঃসন্দেহে একটি মাইলফলক।
ফিরোজ আহমেদ বাবলু
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...