ঢালিউডের বহুল আলোচিত সমালোচিত
দুই তারকা জুটি বৃদ্ধাঙ্গুলি তুলে কয়েক ঘণ্টার ব্যবধানে এক হলেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।
ব্যক্তিজীবনের সকল তর্ক-বিতর্ক পিছনে
রেখে দুজনেই শনিবার (১ অক্টোবর) সকাল থেকে শুটিংয়ে নামলেন। হোটেলের লবিতে ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা । তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির রোমান্টিক গানের শুটিং
চলছে।
আর এই ছবিটি প্রায় ৯ মাস আটকে ছিলো দুটি গানের জন্য। মাঝে শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় গানটির শুটিং করা সম্ভব হয় না। সূত্র বলছে, এই কাজটি উদ্ধার করার জন্যই দুজনকে কাছাকাছি করার দায়িত্ব হাতে তুলে নেন নির্মাতা তপু খান।আর
এখানেই মানতে হয়েছে বুবলির দেয়া কিছু শর্ত। যে শর্তে ছিলো স্ত্রী হিসেবে বুবলী আর পুত্র হিসেবে বীরকে প্রকাশ্যে মেনে নিতে হবে শাকিব খানকে। তবে বুবলীর প্রতি শাকিব খানের শর্ত কী ছিলো, সেটি স্পষ্ট নয়।
এদিকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন গায়েব ছিলেন শাকিব-বুবলী।তবে শনিবার সকাল থেকে ঠিকই কড়া নিরাপত্তায় শাকিব-বুবলীর শুটিং চলছে। যেটা দেখে যে কেউ চমকে যাবেন। কারণ, তারা দারুণ প্রেমময় মুডে রয়েছেন দু’জনে! যা দেখে বোঝার উপায় নেই- গত ছ’মাস কিংবা তারও অধিক সময় ধরে তাদের ওপর কোন
প্রকার মানসিক ঝড় বয়ে গেছে; যাচ্ছে এখনও। একসঙ্গে কাজে ফেরা প্রসঙ্গে কোনও মন্তব্য মেলেনি দুজনের পক্ষ থেকে।এমনকি নির্মাতাও চুপ। ফলে ইউনিটে ক্যামেরার রোমান্টিক লুকের বাইরে বাস্তবের পরিবেশ কতোটা স্বস্তিকর, সেটি এখনই অনুমান করা যাচ্ছে না।
‘লিডার’র সব কাজ শেষ
বলে জানিয়েছেন পরিচালক তপু খান। শুধু দুটি গানের শুটিং বাকি ছিলো। তারই শুটিং চলছে এখন। টানা দুদিন কাজ করে ক্যামেরা ক্লোজ হবে এই ছবির।
‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।
এর আগে গতকাল (৩০ সেপ্টেম্বর) শাকিব-বুবলী দু’জনেই জানান, তাদের সন্তান আড়াই বছরের শেহজাদ খান বীরের কথা। যা এতদিন নানা গুঞ্জনের সূত্রপাত ঘটিয়েছেন।
দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) ক্লাইমেট সেন্টার। জলবায়ু নিয়ে গবেষণা ও বিভিন্ন শিক্ষামূলক কাজে এ সেন্টার ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট।
দেশে লো-কার্বন প্রযুক্তি খুঁজে বের করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘদিন ধরে কাজ করছে সিসিডিবি।
শনিবার (১ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরে সিসিডিবির নিজস্ব এ ক্লাইমেট সেন্টার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। জলবায়ুর প্রভাব মোকাবিলা নিয়ে সারাবিশ্ব চিন্তিত। এর প্রভাব মোকাবিলা করা আমাদের মতো দরিদ্র দেশের জন্য কষ্টসাধ্য। দরিদ্র মানুষেরা ঝুঁকির মধ্যে বেশি। দারিদ্র্যপীড়িত মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে বাংলাদেশ। আর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো কৃষি খাত। আমাদের জিডিপির একটা বড় অংশীদার হলো কৃষিখাত।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সিসিডিবি ক্লাইমেট অ্যাডভাইজারি বডির কো-চেয়ার অধ্যাপক ড. আইনুন নিশাত, সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ হালদার, সিসিডিবির নির্বাহী পরিচালক মিস জুলিয়েট কেয়া মালাকার ও সিসিডিবি ক্লাইমেট অ্যাডভাইজারি বডির সদস্য ড. সালিমুল হক প্রমুখ।
ড. আইনুন নিশাত বলেন, আমাদের সমস্যা হলো আমরা গবেষণা করি না। অন্য দেশ থেকে প্রযুক্তি কিনে আনি। আমাদের উচিত বাইরে থেকে প্রযুক্তি এনে আমাদের জন্য কোনটা উপযুক্ত সেটা গ্রহণ করা। আমাদের গবেষণা করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে। হঠাৎ করে আরও বাড়বে। এর জন্য কী করণীয় সেটা ভাবতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) নির্মিত এই ক্লাইমেট সেন্টার সম্পর্কে জানানো হয়, জলবায়ুর প্রভাব মোকাবিলায় পাঁচটি প্রধান বৈশিষ্ট্য নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে নিজস্ব ৫৭ একর জমির ওপর স্থাপিত বাংলাদেশের প্রথম ক্লাইমেট সেন্টার যাত্রা শুরু করেছে।
বাংলাদেশের প্রধান পাঁচটি পরিবেশগত অঞ্চল- উপকূল, খরাপ্রবণ এলাকা, চরাঞ্চল, পাহাড়ি ও হাওর অঞ্চলকে এ সেন্টারের অন্তর্ভুক্ত ক্লাইমেট পার্কে মডেল হিসেবে স্থাপন করা হয়েছে। একটি জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
ক্লাইমেট সেন্টার সম্পর্কে আরও জানানো হয়, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অভিযোজন, প্রশমন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস সংশ্লিষ্ট ৭০টিরও বেশি সময়োপযোগী ও ব্যবহারোপযোগী প্রযুক্তি প্রদর্শন ছাড়াও ক্লাইমেট সেন্টারে থাকছে- ক্লাইমেট লার্নিং সেন্টার, ডিজিটাল থিয়েটার, এক্সিবিশন জোন, কনফারেন্স হল, লাইব্রেরি, রিসার্চ সেন্টার ও চিলড্রেন লার্নিং জোন; যা জলবায়ু সহনশীল সমাজ গঠনে সহায়তা করবে। ক্লাইমেট সেন্টারে গাইড ট্যুরেরও ব্যবস্থা থাকছে।
বলিউডে দক্ষিণী নায়িকাদের দাপট ক্রমেই বাড়ছে। তাদের মধ্যে রাশমিকা মান্দানার খ্যাতি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে বলিউড সাম্রাজ্যে। ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা এখন বলিউডে নিজের জমি পাকাপোক্ত করতে মরিয়া।
্এই সিনেমার শুটিং করতে গিয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা হয়েছে রাশমিকার। সহশিল্পী রণবীরের কারণে তার চোখে জলও এসেছে। না, সেটা ক্যামেরার সামনে অভিনয়ের জন্য নয়। বরং অভিনেতার দেওয়া একটি বিশেষ সারপ্রাইজে। এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, শুটিংয়ে তিনি খাবার নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এ কারণে মন খারাপ করে বলেছিলেন, ‘এত বিরক্তিকর নাস্তা !’ সেটা খেয়াল করেন রণবীর। পরদিন তিনি বাড়ি থেকে রাশমিকার জন্য খাবার নিয়ে আসেন। সেই খাবার খেতে এত সুস্বাদু ছিল যে আনন্দে কেঁদেই ফেলেন অভিনেত্রী।
ঢালিউডের আলোচনা যে শুধু বুবলী-বীর-শাকিব খানের মধ্যে আটকে আছে, তা কিন্তু নয়। এরসঙ্গে নানাভাবে উঠে আসছে ঢালিউডের আরেক উঠতি নায়িকা পূজা চেরীর নামও। কারণ, বাতাসে ভাসছে ‘গলুই’ সূত্র ধরে প্রেমময় সম্পর্কের পাল তুলেছেন শাকিব-পূজা!
সেই
প্রেমময় সর্ম্পকের পালে গতি
দিয়েছে
বুবলী-শাকিবের ‘বীর’ উন্মোচন। মূলত
শাকিব-পূজার পর্দার রসায়ন
বাস্তবেও প্রবাহিত। তাই
নয়,
এর
সঙ্গে
যুক্ত
হলো
এক
বছর
ধরে
শাকিব
খানের
আমেরিকা স্থায়ী
হওয়ার
পরিকল্পনা এবং
সম্প্রতি একই
দেশে
পূজা
চেরীর
ভিসা
প্রাপ্তির উচ্ছ্বাস। কথা
ছিল
নিউ
ইয়র্কে
অনুষ্ঠিতব্য ‘ঢালিউড
ফিল্ম
অ্যান্ড মিউজিক
অ্যাওয়ার্ডস’-এর
মঞ্চ
মাতাবেন শাকিব-পূজা।
আর
এসকল তথ্য অন্তরালে থেকে
মেনে
নিতে
পারছিলেন না
নায়িকা বুবলী। ঠিক সেই মূহুর্তে বুবলি প্রকাশ করলেন
তাদের সন্তানের কথা। তবে সেসব
সামলে
শাকিব-বুবলী শুটিংয়ে ফিরলেও
সম্পর্কের উন্নয়ন
এখনও
ঘটেনি
তাদের।
দুটো
দিন
দূরত্ব
রেখেই
দুজনে
শুটিং
সেরেছেন রোমান্টিক গানের!
জানা
গেছে
‘লিডার-
আমিই
বাংলাদেশ’ ইউনিট
সূত্রে।
জানা
গেলো,
‘ঢালিউড
ফিল্ম
অ্যান্ড মিউজিক
অ্যাওয়ার্ডস’ সফরের
জন্য
একসঙ্গে শাকিব-পূজার ঢাকা ছাড়ার
কথা
থাকলেও
আপাতত
সেটা
বানচাল। বেঁকে বসলেন নায়ক।
তাও
আবার
খবরটি
এমন
দিনে
চাউর
হলো,
যেদিন
পূজা
চেরী
আমেরিকার ভিসা
প্রাপ্তি নিয়ে
প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ
করলেন
সোশাল
হ্যান্ডেলে।
রবিবার
(২
অক্টোবর) দুপুরে
এই
নায়িকা
তার
ফেসবুকে ভিসা
প্রাপ্তির ছবি
পোস্ট
করে
লিখেছেন, ‘অবশেষে
আমি
এটা
পেলাম!’
জানা
যায়,
গত
২৮
সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার
জন্য
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে
পূজা
মার্কিন মুল্লুকের ভিসা
পান।
এটাই
দেশটির
প্রথম
ভিসা
প্রাপ্তি তরুণ
নায়িকার।
এদিকে
পূজার
এমন
উচ্ছ্বাসের বিপরীতে অনেকটা
হতাশা
ছড়িয়ে
দিলেন
শাকিব
খান।
তার
ঘনিষ্ঠ
সূত্র
থেকে
জানা
গেছে,
অক্টোবরে শাকিব
খান
ফের
যুক্তরাষ্ট্রে উড়াল
দেওয়ার
কথা
থাকলেও
সেটি
আর
হচ্ছে
না।
সিদ্ধান্তে বদল
এনেছেন। জানা
গেছে,
যুক্তরাষ্ট্র তো
যাচ্ছেনই না,
উল্টো
শিগগিরই চলমান
বাতাসের গতি
পাল্টানোর লক্ষ্যে বেশ
ক’টি নতুন ছবির
ঘোষণা
দেবেন।
যেমনটা
দিয়েছিলেন আফটার
অপু-জয় ইনসিডেন্টকালে!
শাকিব
খান
যুক্তরাষ্ট্রে না
গেলেও
নিউ
ইয়র্কের এই
জমকালো
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ
নিতে
১৩
অক্টোবরের ভেতর
ঢাকা
থেকে
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পূজা
ছাড়াও
তাহসান,
চঞ্চল
চৌধুরী,
ইমন,
ফারিয়া
শাহরিন,
মুহাম্মদ মোস্তফা কামাল
রাজ,
মেহজাবীন, তাসনিয়া ফারিণ,
তানজিন
তিশা,
জিয়াউল
হক
পলাশ
প্রমুখ।
১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হবে আয়োজনটি।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩০ সেপ্টেম্বর সন্তানের ছবি ও নাম প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলী। সন্তানের বাবা হিসেবে শাকিব খানের নাম জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি।
পরে হুবহু একই পোস্ট দিয়ে তাদের সন্তানের কথা জানান শাকিবও। ছেলে শেহজাদ খান বীরের বাবা ঢালিউড নায়ক শাকিব খান আর মা শবনম বুবলী।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে। কথা বলছেন অনেক তারকারাও। এবার শাকিব-বুবলী ইস্যু নিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
তিনি বলেন, মুসলমান হিসেবে একজন চারটি বিয়ে করতে পারে। বিয়ে করছে তাতে কিছু যায়-আসে না। শুনলাম ও (শাকিব) ৩টা বিয়ে করেছে। আমি মনে করি ৩ জনকেই স্বীকৃতি দেওয়া উচিত। এগুলো নিয়ে আর বিতর্ক না ছড়ানোই ভালো। কারণ ফিল্মের মানুষদের নিয়ে কথা বেশি হয়।
এই অভিনেতা বলেন, আমি শাকিবকে বলব- এটা নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি বলতে ছাড়াছাড়ি যেন না হয়। যে যেখানেই থাকে না কেন, যেন সুন্দরভাবে সবকিছু টিকিয়ে রাখে।
শাকিব খানের তিন স্ত্রীর মধ্যে একমাত্র অপু বিশ্বাসকে চিনেন বলে জানান তিনি। ডিপজল বলেন, আমার ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে অপু জীবনে প্রথমবার ফিল্মে কাজ করে। এর আগে একটি ফিল্মে কাজ করেছিল, ছোট চরিত্রে। তবে ওটা না বলাই চলে। কিন্তু আমার সিনেমা দিয়েই প্রথম নায়িকা হয়েছিল। আর দুজনকে চিনি না।
অপু-বুবলী ছাড়া অন্যজন কে? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করা রাত্রি শাকিবের প্রথম স্ত্রী। অনেক বছর ধরে এমনই শুনে আসছি। দু-একবার এফডিসিতে আমার চোখে পড়েছে। তবে বড় কাজ করেনি ও (রাত্রি)। এক্সট্রা শিল্পী হিসেবেই সবাই চিনে-জানে। মেয়েটা অনেক গরিব। যদি ওকে আউট করে দিতে চায়, তাহলে ব্যাপারটার দ্রুত সুরাহা করে নেওয়াই ভালো। ওকে (রাত্রি) একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। রাত্রির ছেলে ওর (শাকিব) রক্তের হয়ে থাকলে অবশ্যই একটা কিছু করে দেওয়া উচিত।
যোগ করে এই অভিনেতা বলেন, একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া ঠিক হবে না। ডিএনএ পরীক্ষা করলেই পেয়ে যাবে কার বাচ্চা। সব মেনে নিলো এই মেয়েটা দোষ করল কী? বাচ্চা কী আকাশ ফেটে বের হয়েছে? আমি মনে করি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তিনজনকেই সেটআপ করে দিক। তারপর ওর মতো ও (শাকিব) চলুক।
বর্তমান চলচ্চিত্রের কথা উল্লেখ করে ডিপজল বলেন, সিনেমা এমনিতেই মুখ থুবড়ে পড়েছে, ওদের জন্য আরো পড়ছে। আমি মনে করি শাকিব আমার ঘরের তৈরি। আমরা একসঙ্গে অসংখ্য কাজ করেছি। আমার মনে হয় বাজে লাইন, বাজে চিন্তা বাদ দিয়ে তিনজনকেই ফ্ল্যাট দিয়ে সুন্দর পরিবেশে রাখা উচিত। তা না হলে শাকিবই এই দেশ থেকে চলে যাক। ছেড়ে দেওয়ার চিন্তা করলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে। তাদের পরিবার আছে। একটা বাচ্চা পালা বিশাল ব্যাপার। হাতি আর বাচ্চা পালা সমান কথা।
‘কঠিন বাস্তব’ সিনেমার এই অভিনেতা বলেন, কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাহলে কিছু বলার থাকে না। আমি মনে করি ও (শাকিব) নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এ নিয়ে বলার কিছু নেই। তবে আমাদের ফিল্মটা আর না ডুবানোই ভালো। অনেক ডুবেছে, অনেক চলে গেছে। না থাকার মতো করে এখন আছে।
এ সময় ডিপজল শাকিব ও বুবলীর বিয়ের কাবিননামা দেখার কথাও বলেন। এ নিয়ে আর লোক না হাসিয়ে একটা পরিবেশ তৈরি করার আহ্বান জানান এই অভিনেতা।
যোগ করে তিনি বলেন, মানুষের কাছে আমাদের যে ভালোবাসা ছিল, এসবের জন্য তা চলে গেছে। এ জন্য লজ্জাও করে। সিনেমা আর বানাতে ইচ্ছে করে না। শিখছি ফিল্মই, যে কারণে ছেড়েও যেতে পারছি না। সিনেমা না করলে আমার কিছু যায়-আসে না। তবে ফিল্মের প্রতি ভালোবাসা আছে বলে এখনো কাজ করছি।
শাকিব-বুবলী প্রসঙ্গর রেস ধরেই বেশ কয়েকদিন ধরে আলোচনায় হালের চিত্রনায়িকা পূজা চেরি। প্রসঙ্গটি টানতেই ডিপজল বলেন, এ নিয়ে বলতেও লজ্জা করে। কিছু বলার নেই। তিনি মনে করেন শাকিব থিক্কারজনক কাজ করছেন। এ থেকে তার বিরত থাকা উচিত।
এদিকে, শাকিব-বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আসে তাদের বিচ্ছেদের খবরও। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসলে এ প্রসঙ্গে তখন কিছু কথা বলবেন বলে জানিয়েছেন ‘গুন্ডা নাম্বার ওয়ান’ সিনেমার ডিপজল।
সর্বশেষ শাকিবের উদ্দেশ্যে ডিপজল বলেন, যেহেতু বিয়ে করেছো, বাচ্চা হয়েছে, ওদের ধাক্কা দিয়ে না ফেলে কোলে তুলে নাও। মানুষের মতো মানুষ করো, যেহেতু তোমারই রক্ত ওদের শরীরে। এ নিয়ে আর বাড়াবাড়ি চাই না।
সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা অনলাইন
পোর্টালে শাকিব খানের সাথে পূজা চেরিকে জড়িয়ে নানা রকম প্রতিবেদন আসে।
এ গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান
পরিস্কার করতে গিয়ে কিছুটা ক্ষুব্ধ হন পূজা। বলেন, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ
খুলব।
শাকিবের সাথে যে তার প্রেমের কথা চলছে
তার প্রমান চাইলেন পূজা।
পূজা চেরি বলেন, শাকিব খানের
সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? তার সঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত
ধরে আমরা হাঁটছি — এমন কেউ কি দেখেছেন? আরে, গুঞ্জনের কিছু তো প্রমাণ তো থাকতে
হবে। যেটি আমি করিনি বা করছি না তার দায়ভার নিতে হচ্ছে আমাকে, দোষ নিজের ঘাড়ে নিতে
হচ্ছে। এতে খারাপ লাগছে। আমার পরিবার তো এখন বাবা-মা ও ভাইবোনের মধ্যে সীমাবদ্ধ
নয়। আমার ভাইয়ের বউও আছে। তাদের পরিবারও এসব দেখছে। তারা কী ভাবছে?
তবে কেন আপনাকে ঘিরেই মিথ্যা রটানো হচ্ছে?
পূজার দাবি, সাড়ে চার বছর একটা
প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই
আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। এখনো কিছু বলছি না। তবে আমার ধৈর্যের সীমা
ছাড়িয়ে গেলে তখন মুখ খুলব।
তাকে নিয়েই বেশ গুজব রটানো হয় বলে
জানান পূজা।
‘গলুই’ তারকা বলেন, আমি এর আগে সিয়ামের
সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব
খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এ পর্যন্ত যাদের
সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। কিন্তু কেউ প্রমাণ
দিতে পেরেছেন?
শরৎকালীন দুর্গাপূজা পশ্চিমবঙ্গের প্রধান হিন্দু উৎসব। বাংলা পঞ্জিকার আশ্বিন বা কার্তিক মাসে (সেপ্টেমর-অক্টোবর মাসে) এই পূজা অনুষ্ঠিত হয়।
দুর্গার পূজা বসন্তকালের উৎসব হলেও, রাম শরৎকালে তার পূজা করেছিলেন। এই পূজা অকালবোধন নামে পরিচিত।তাই বাসন্তী পূজা এখনও প্রচলিত থাকলেও, শারদীয়া দুর্গাপূজাই মহাসমারোহে পালিত হয়।
বাঙালিরা এই উৎসবকে হিমালয়ে দেবী দুর্গার বাপের বাড়ি ফেরার অনুষ্ঠান হিসেবেই দেখে। বাঙালি সমাজে এই পূজা উপলক্ষে নতুন পোশাক পরার চল রয়েছে। পূজার সময় মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শনও বাঙালিদের একটি বিশেষ প্রথা।
মহানবমীর দিনে গতকাল মঙ্গলবার রাজধানীর পূজামণ্ডপগুলোয় ভক্ত ও দর্শনার্থীদের উপছে পড়া ভিড় ছিল। মণ্ডপে মণ্ডপে ভক্তরা অঞ্জলি ও ভোগ দিয়েছে। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ বুধবার বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজা শেষ হবে আজ। নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
হিন্দু সনাতন শাস্ত্র মতে, নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। তাই শাপলা- শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা হয়েছে গতকাল। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয় গত শনিবার। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে আজ। বিজয়া দশমীতে আজ প্রতিমা বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে সদরঘাট গিয়ে শেষ হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবার দুর্গোৎসব হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করছি। ’
গতকাল রাজধানীর বেশ কটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপগুলোয় সকাল থেকে মানুষের উপস্থিতি শুরু হয়। বিকেলের দিকে এ উপস্থিতি ভিড়ে পরিণত হয়।
উৎসবকে ঘিরে রাজধানীসহ দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতারা।
তাঁরা বলছেন, দুর্গোৎসবে করোনা মহামারির প্রভাব কাটিয়ে আবারও অনুসারীদের পদচারণে মুখরিত হয়েছে মন্দির-মণ্ডপ। এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মের মানুষের মাঝে বিপুল আনন্দ বিরাজ করছে। দেবী মায়ের কাছে প্রার্থনা, দেশ-জাতি-ধর্ম-নির্বিশেষে সবার সুখ ও সমৃদ্ধি হোক।
আজ বিজয়া দশমীতে সরকারি ছুটি। এ উপলক্ষে বাংলাদেশের গণমাধ্যম গুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।
বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই খুশির আয়োজন। চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শেষ মুহূর্তের আনন্দে তাই মাতোয়ারা দুর্গাভক্তরা। কেবল সাধারণ মানুষ নন, পুজোর রঙ ছুঁয়ে যাচ্ছে তারকাদের মনেও।পূজোয় এবার কেমন সেজেছেন বিনোদন জগতের দেবীরা?ঢালিউডের নায়িকাদের সোশ্যাল হ্যান্ডেল ঘেঁটে তার কিছুটা জেনে নেওয়া যাক...
বিয়ের পর এটিই বিদ্যা সিনহা মিমের প্রথম দুর্গাপূজা। সুতরাং আনন্দের মাত্রা এবার আকাশছোঁয়া। বিদ্যা সিনহা মিম জানিয়েছেন, বিজয়া দশমী তথা বিসর্জনের দিন থাকবেন শ্বশুরবাড়িতে, কুমিল্লায়। এর আগে অবশ্য ঢাকায় মণ্ডপ ঘুরে দেবীদর্শন করেছেন। পুজো উপলক্ষে বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেছেন মিম। কখনও সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ আর গয়নার মেলবন্ধন, কখনও হলুদে রাঙিয়েছেন নিজেকে।
পূজা চেরি কয়েকদিন ধরে শাকিব খান ইস্যুতে আলোচনার কেন্দ্রে। এ কারণে বাড়তি চাপও রয়েছে তার। কিন্তু সেই চাপে পুজোর আনন্দ মাটি করতে নারাজ নায়িকা। তাই নবমীর দিন (৪ অক্টোবর) জাঁকালো সাজে দেখা দিয়েছেন ফেসবুকে। সাদা-লাল-কালোর সংমিশ্রণে শাড়ি পরেছেন, রয়েছে ভারি গয়নাওটিপ-সিঁদুরেরউপস্থিতি।
নায়িকা অপু বিশ্বাস রয়েছেন কলকাতায়। ২২-এর পুজো তিনি উৎসবের শহরেই উদযাপন করছেন। বাদামী পেড়ে লাল শাড়িতে দিয়েছেন অষ্টমীর অঞ্জলি। সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, পূজা মানেই লাল শাড়ি, আর ‘লাল শাড়ি’ তার আসন্ন সিনেমার নাম।